মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে নামাজ পড়ে দোয়া করার জন্য বললেন।
তিনি আরো বলেছেন দরকার হলে ,নামাজ ঘরে পড়ুন।
কেমন করে নিজেকে ও অন্যদের বাঁচাবেন এই ভাইরাসের প্রকোপ থেকে,,,
https://akashbksf24.blogspot.com |
কেমন করে নিজেকে ও অন্যদের বাঁচাবেন এই ভাইরাসের প্রকোপ থেকে,,,
১ ঘন ঘন হাত ধুয়ে নিন। জল, সাবান বা অ্যালকোহল-নির্ভর হ্যান্ড ওয়াশ দিয়ে।
২ হাঁচি বা কাশির সময় হাত দিয়ে বা টিস্যু দিয়ে মুখ ঢেকে রাখুন।
৩ কারও জ্বর বা সর্দি হলে তার সঙ্গে ঘনিষ্ঠ হবেন না।
৪ আপনার জ্বর বা সর্দি ও শ্বাসকষ্ট হলে ফে্লে রাখবেন না। দ্রুত চিকিৎসকের কাছে যান এবং আপনার বিগত দিনের ভ্রমণের ইতিহাস জানান।
৫ যে এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে, সেখানে গেলে পশুদের সংস্পর্শে আসবেন না কিংবা পশুদের আবাসস্থলেও যাবেন না।
৬ কাঁচা মাংস, দুধ ও প্রাণীজ অঙ্গ সাবধানে স্পর্শ করুন। আধসেদ্ধ পশুমাংস এড়িয়ে চলুন।
0 comments: