Tuesday, October 17, 2017

কম্পিউটারে Windows 7 দেবার পদ্ধতি

SHARE


প্রথমে সিডি/ডিভিডি রাউটারে Windows 7 এর ডিক্স প্রবেশ করায় । তারপর কম্পিউটার restart করি। এখানে আমাদেরকে প্রথমে কম্পিউটার এর Bios সেটিং ঠিক করতে হবে, তাই কম্পিউটার restart করার পর একসাথে ২ টা বাটন Del এবং F2 চাপি, এই Key গুলা চাপার পর আমরা দেখতে পাবো Bios অপশন এসেছে । Bios অপশন আশার পর আমরা উপরের মেনু বার থেকে দেখতে পাবো ৩ নম্ভর মেনুতে Bios Setting লিখা, এখানে Bios সেটিং এ ক্লিক করার পর Boot Devise Proiority তে ক্লিক করি । এখানে Bios/Boot সেটিং এর 1st Booth এর জাইগায় (CD/DVD Drive) দিই এবং 2nd Booth এর জাইগায় (Hard Disk) সিলেক্ট করি । এবার সম্পুন সেটিং Save করার জন্য F10 চেপে Ok করি।

তারপর কম্পিউটার restart নিবে। restart নেবার পর উপরে একটা লিখা দেখাবে Press Any Key । এই লিথাটা দেথার সাথে সাথে আমারা কিবোড এর যে কোন বাটন চাপি, যেমন Enter চাপি । তারপর F8 এরপর Enter এরপর Next এরপর Install এ ক্লিক, এরপর Windows 7 Ultimate x86 সিলেক্ট করি (এখানে x86= 32 Bit ) এবার এখানে Disk 1 এবং 2 এই ২ টা Disk একট একটা করে সিলেক্ট করে ডান পাসের Drive Option থেকে ২ টা Drive ই Format মারি । তারপর Next এ ক্লিক করি । এখানে প্রায় 20-25 মিনিট লোডিং নিবে । সব কমপ্লিট হবার পর আপনার পিসির জন্য নাম চাইবে, নাম দিন, তারপর Pssword দিলে দিন, তারপর Next এ ক্লিক করুন । তারপর Ask Me Later করে ওকে করুন ।

বাস, আপনার কম্পিউটারে Windows 7 দেয়া কমপ্লিট।

এবার আপনার মাদারবোড এর সিডি কম্পিউটারে এর সিডি রুমে দিয়ে সেখান থেকে Graphic এবং Sound এর Setup Install দিয়ে দিন ।

এখানে মাদার বোর্ড এর সিডিতে Graphic= VGA নাম থাকবে ,এবং Sound=Sound ই নাম থাকবে।
SHARE

0 comments: