Friday, December 15, 2017

Microsoft Word 2007 এ “ক-খ” Bullet সেট করার নিয়ম।

SHARE

প্রথমে Microsoft Word 2007 ওপেন করি, এরপর “SutonnyMJ” Font সিলেক্ট করি।

তারপর Home এর ফাংশন থেকে Bullet & Numbering এর ঘর খেকে Numbering অপশন এর ডান পাসের কোনার তীর চিহ্ন অপশনে ক্লিক করি।

এরপর “Define New Number Format” এ ক্লিক করি। এখানে “Number Style” এর ঘরে ক্লিক করে বড় হাতের “A,B,C....” সিলেক্ট করি, এরপর “Number Format” এর ঘরে আমরা দেখতে পাবে এই রকম “A.” আছে, এখানে A. এর পাসের ডট টা কেটে দিয়ে ক্লোজ ব্রাকেট ) এই চিন্হ দিই, তারপর ওকে করি।

এখন আমরা ডিসপ্লেতে দেখতে পাবো সুদু “অ” এসেছে। এখন আমরা অ কে পাল্টিয়ে “ক-খ” বুলেট তৈরী করবো।

এরপর আবার Bullet & Numbering এর ঘর খেকে Numbering অপশন এর ডান পাসের কোনার তীর চিহ্ন অপশনে ক্লিক করি, এরপর সব নিচের “Se Numbering Value” তে ক্লিক করি, এখানে “Set Value to:” এর ঘরে আমরা সুদু A লেটার দেখতে পাবো, এখানে A লেটার টি মিসিয়ে বড় হাতের K লেটার বসাই, দিয়ে Ok করি।

এখন আমরা ডিসপ্লেতে দেখতে পাবো “অ” অক্ষর বাদ হয়ে “ক” অক্ষর এসেছে, এইতো হয়ে গেছে, “ক-খ” বুলেট সেট করা কমপ্লিট।

এখন আমার “ক” বুলেট এর ডান পাসে কিছু লিখি এবং ইন্টার চাপি, তাহলে আমারা দেখতে পাবো সেটা ওটোমেটিক ক এর পরে খ, এবং খ এর পরে গ+ সিরিয়াল এর সব অক্ষর গুলা ইন্টার দিলেই চলে আসছে।

আরো বিস্তারিত জানার জন্য এই লিংক এর ভিডিও টি ডাউনলোড করে নিন, তাহলে সব ভালমত বুঝতে পারবেন। Video Size Only= 14 MB

আজ এই পর্যন্তই, ধন্যবাদ ভালো থাকবেন, এবং Abc24.GA এর সাথেই থাকবেন সবসময়।

খোদা হাফেজ।
SHARE

0 comments: